ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয় । সারা সপ্তাহের খবর

ক্রিকেট গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয়ের খবর দিয়ে শুরু করছি সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : রানে পারেননি, বাভুমাকে ‘ক্যাচে হারিয়েছেন’ হোপ, স্কুল ক্রিকেটে রয়্যালের ডাবল সেঞ্চুরি, ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয়, উইলিয়ামসনের পেছনে রুট–কোহলি, সামনে স্মিথ, সাকিবের দশম সেঞ্চুরির বদলে ৯০–এর ঘরে চতুর্থ ইনিংস, ওয়েলিংটনে এক জোড়া ডাবল সেঞ্চুরির দিন, ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সি অবসরে।

 

ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয়

 

ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয় । সারা সপ্তাহের খবর

 

রানে পারেননি, বাভুমাকে ‘ক্যাচে হারিয়েছেন’ হোপ

ব্যাট হাতে লড়াইটা করেছেন দুই দলের অধিনায়ক। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৩৫ রান এনে দেন শাই হোপ। টেম্বা বাভুমা হোপের সেঞ্চুরির জবাব দিয়েছেন ক্যারিয়ার–সেরা ইনিংস খেলে। যদিও তাঁর দল তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেনি।

তাতে দিন শেষে জয়টা হয়েছে হোপের ওয়েস্ট ইন্ডিজেরই। ৩৩৫ রানের জবাবে বাভুমারা থেমেছে ২৮৭ রানে। ৪৮ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

 

ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয়

 

 

স্কুল ক্রিকেটে রয়্যালের ডাবল সেঞ্চুরি

মোহাম্মদ রয়্যাল, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে গতকাল অপরাজিত ডাবল সেঞ্চুরি করেছে রয়্যাল। পরে বল হাতে নিয়েছে ৩ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্‌স স্কুল ও কলেজকে ২৩৭ রানে উড়িয়ে দিয়েছে হাজী মুহাম্মদ মহসিন স্কুল।

রাজশাহীর ডব্লুসিজি মাঠে আগে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৭ রানের ইমারত গড়ে হাজী মুহাম্মদ মহসিন স্কুল। লক্ষ্য ছুঁতে নেমে ধারেকাছেও যেতে পারেনি শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্‌স স্কুল ও কলেজ। ৯ ওভার বাকি থাকতেই গুটিয়ে গেছে ১৯০ রানে।

 

ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয়

 

 

ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয়

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে স্লোগান দিচ্ছিলেন দর্শকেরা। এই মাত্রই সিলেটের ঘরের ছেলে ইবাদত হোসেন উপড়ে ফেললেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেলের স্টাম্প। পশ্চিম গ্যালারির ওপরের ডিজিটাল স্কোরবোর্ডে তখন বড় করে লেখা, বাংলাদেশ ১৮৩ রানে জয়ী, যা রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এতে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

 

উইলিয়ামসনের পেছনে রুট–কোহলি, সামনে স্মিথ

২০১৯ সালে পুনেতে বিরাট কোহলি যখন টেস্ট ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরিটি তুলে নেন, কেইন উইলিয়ামসনের নামের পাশে দ্বিশতক তখন মাত্র দুটি। সাড়ে তিন বছর পর কোহলি এখনো ৭টিতেই আটকে আছেন, কিন্তু উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি হয়ে গেছে মোট ৬টি!

ডাবল সেঞ্চুরিতে এখনো পিছিয়ে থাকলেও দ্রুততম ৮ হাজার রান আর ২৮ সেঞ্চুরিতে কোহলিকে ছাড়িয়ে গেছেন উইলিয়ামসন। ছাড়িয়ে গেছেন ‘ফ্যাব–ফোর’–এর আরেক সদস্য জো রুটকেও। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের সামনে শুধুই স্টিভ স্মিথ।

 

ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয়

 

সাকিবের দশম সেঞ্চুরির বদলে ৯০–এর ঘরে চতুর্থ ইনিংস

সেঞ্চুরি উদযাপনের আনন্দটা যেন ভুলতেই বসেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বশেষ সেঞ্চুরিটা ওয়ানডেতে, তবে সেটা বছর চারেক আগে। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কার্ডিফ ও টন্টনে পরপর দুই ম্যাচেই সাকিব পৌঁছেছিলেন তিন অংকে। শুধু ওই দুই সেঞ্চুরিই নয়, ওই বিশ্বকাপে ব্যাট ও বল হাতে সাকিব ছিলেন অবিশ্বাস্য ফর্মে।

 

ব্যাটিংয়ের পর বোলিং দাপটে বাংলাদেশের রেকর্ড জয়

 

 

ওয়েলিংটনে এক জোড়া ডাবল সেঞ্চুরির দিন

সর্বশেষ দুই টেস্টে কেইন উইলিয়ামসনের ব্যাট কথা বলেছিল দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে এক অঙ্কে আটকে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তুলেছিলেন সেঞ্চুরি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন উইলিয়ামসন, যা শেষ পর্যন্ত টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরিতে।

 

Google_news_logo

 

 

ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সি অবসরে

জার্সি নম্বর ১৭, জার্সি নম্বর ৩৩৩—আইপিএল দর্শকদের চেনা দুই জার্সি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) এবি ডি ভিলিয়ার্স ১৭, আর ক্রিস গেইল ৩৩৩ নম্বর জার্সি পরতেন। দুজনের কেউই আর আইপিএলে নেই। আরসিবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, টি–টোয়েন্টির দুই মহাতারকাকে সম্মান জানাতে তাঁদের জার্সি নম্বর আর কাউকে দেওয়া হবে না। ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সিকে অবসরে পাঠানো হয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment