৫ উইকেটের দিনে লঙ্কান বোলারদের দাপট । সারা সপ্তাহের খবর

আমাদের আলোচ্য বিষয়ঃ ৫ উইকেটের দিনে লঙ্কান বোলারদের দাপট

ক্রিক্রেট গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত।

আজকের আলোচনার বিষয়ঃ খাজা-গ্রিনের দিনের বেশ কিছুটা অশ্বিনেরও, মা হারালেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক, ৫ উইকেটের দিনে লঙ্কান বোলারদের দাপট, সাকিব বাংলাদেশকে সব কন্ডিশনের জন্য ভালো দল বানাতে চান, হাসান মাহমুদ এর টার্গেট ৫০০ উইকেট, সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চে কিউইদের দিন, সিরিজে বাবরের জায়গায় আফ্রিদি ?, বাভুমার সেঞ্চুরি, ২৬২১ দিন পর, আয়ারল্যান্ড আসছে বাংলাদেশে।

৫ উইকেটের দিনে লঙ্কান বোলারদের দাপট

খাজা-গ্রিনের দিনের বেশ কিছুটা অশ্বিনেরও

আহমেদাবাদে পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নামার সময় রোহিত শর্মা ও শুবমান গিল নিশ্চয়ই বেশ ক্লান্ত ছিলেন? দুই দিন মিলিয়ে ১৬৭.২ ওভার ফিল্ডিং করতে হয়েছে ভারতকে। অস্ট্রেলিয়া ৪৮০ রানের পাহাড় গড়ার পর, তা তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনারের পায়ে ক্লান্তি ভর করার কথা।

মা হারালেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক

ক্যানসারে আক্রান্ত ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। অসুস্থতা বেড়ে যাওয়ায় ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরই দেশে রওনা দেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত চলেই গেলেন তাঁর মা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া এ খবর জানিয়েছে। চলমান আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া দল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরেছে।

 

৫ উইকেটের দিনে লঙ্কান বোলারদের দাপট

 

৫ উইকেটের দিনে লঙ্কান বোলারদের দাপট

ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাটিংয়ে ভালো শুরুর ছন্দ বোলিংয়েও টেনে এনেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন ৬৩ ওভার বোলিং করে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে তারা। ১৬২ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড এখনো ১৯৩ রানে পিছিয়ে।

সাকিব বাংলাদেশকে সব কন্ডিশনের জন্য ভালো দল বানাতে চান

উইকেট নিয়ে ভাবতে চান না সাকিব আল হাসান। চান না কন্ডিশন নিয়ে চিন্তা করতে। সাকিব চান, বাংলাদেশ যেন একটা ভালো দল হয়ে ওঠে। কাল চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেছেন বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক।

 

৫ উইকেটের দিনে লঙ্কান বোলারদের দাপট

 

হাসান মাহমুদ এর টার্গেট ৫০০ উইকেট

কত উইকেট নিতে চান? এমন প্রশ্নে হাসান মাহমুদ চটজলদি উত্তর দেন, ‘অবশ্যই ৫০০।’ কিন্তু ‘৫০০’ দিয়ে হাসান কী বোঝালেন, সেটি জানতে সংবাদ সম্মেলন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো। পরে হাসান বুঝিয়ে বলেছেন, ‘সব সংস্করণে ৫০০ উইকেট বুঝিয়েছি।’

সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চে কিউইদের দিন

দৌড় শেষ হতে না হতেই হেলমেট খুললেন। বাতাসে হাতের ব্যাট ছুড়ে মারার ভঙ্গি করলেন। একবার নয়, একাধিকবার। চিৎকারও করলেন। সব মিলিয়ে একটা কিছু ‘দেখিয়ে দেওয়া’র তাড়না ছিল ড্যারিল মিচেলের। এমন বাঁধভাঙা উচ্ছ্বাসের কারণ সেঞ্চুরি। এই সেঞ্চুরি শুধু মিচেলের ব্যক্তিগত অর্জনের খাতাই সমৃদ্ধ করেনি, দলকেও উদ্ধার করেছে বিপদ থেকে।

 

৫ উইকেটের দিনে লঙ্কান বোলারদের দাপট

 

সিরিজে বাবরের জায়গায় আফ্রিদি ?

শারজায় ২৪ মার্চ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য বাবর আজমের জায়গায় পাকিস্তান দলের অধিনায়কত্ব করতে পারেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমন খবরই জানিয়েছে।

বাভুমার সেঞ্চুরি, ২৬২১ দিন পর

উদ্‌যাপনই সব কথা বলে দিচ্ছে। ক্রিকেটের খোঁজখবর রাখেন না, এমন কোনো দর্শকও টেম্বা বাভুমার চওড়া হাসি দেখে বলে দিতে পারবেন এই সেঞ্চুরির বিশেষ কোনো মাহাত্ম্য আছে। আছেও বটে! সংখ্যাটা ২৬২১ দিন। ঠিক এতগুলো দিন পর সাদা পোশাকের ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন বাভুমা।

 

Google_news_logo

 

আয়ারল্যান্ড আসছে বাংলাদেশে

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে আয়ারল্যান্ড দল। ১২ মার্চ ঢাকায় এসে পৌঁছানোর কথা আইরিশদের। সফরে একটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আরও দেখুনঃ

Leave a Comment