বিশ্বকাপ থেকে বাংলাদেশের যা আয় হলো

বিশ্বকাপ থেকে বাংলাদেশের যা আয় হলো। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের সমাপ্তি ঘটেছে সুপার এইটের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হারের মধ্যে দিয়ে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটার ব্যর্থ ছিলো তাদের মধ্যে অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও খালি হাতে ফিরতে হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের। সেরা আট দলের লড়াইয়ে থাকায় আইসিসি থেকে ভালো অংকের আর্থিক পুরস্কার পাচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের যা আয় হলো

এবার চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় ২৯ কোটি টাকা। রানার্স-আপ দলের জন্য রাখা হয়েছে ১.২৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বিশ্বকাপ থেকে বাংলাদেশের যা আয় হলো

সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার বা ৯ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা করে। সে হিসেবে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ শুধু প্রাইজমানি হিসেবে এই পরিমাণ অর্থ পাচ্ছে।

 

পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে ৩১ হাজার ১৫৪ ডলার। সে হিসেবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে ৯৩ হাজার ৪৬২ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।

 

বিশ্বকাপ থেকে বাংলাদেশের যা আয় হলো
বিশ্বকাপ থেকে বাংলাদেশের যা আয় হলো

 

Leave a Comment