ফেরাটা সুখকর হলো না বিজয়ের, দীর্ঘ ৮ বছর টেস্ট জার্সি গায়ে জড়িয়েছিলেন বিজয়। ঘরোয়া লীগে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে এ সুযোগ পান বিজয়। সম্প্রতি, ব্যাট হাতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে খারাপ সময় পার করা মুমিনুল হকের জায়গায় সেন্ট লুসিয়া টেস্টে দলে সুযোগ পান বিজয়।
তবে, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের প্রত্যাবর্তনটা তেমন স্মরণীয় করে রাখতে পারলেন না বিজয়। দুই ইনিংসে আক্ষেপের জন্ম দিয়ে গেছেন ভক্তকূলের হৃদয়ে।

সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৬৮ রানের মাথায় ব্যাটার তামিম ইকবাল আউট হলে, ব্যাটিং ক্রিজে ব্যাট করতে নামেন এনামুল হক বিজয়। এরপর, নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েন ৩৫ রানের এক জুটি। শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন বিজয়।
বিজয়ের এমন ধীর স্বভাবের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো, হয়ত একটি বড় ইনিংস খেলতে চলেছেন বিজয়। কিন্তু, বিধি বাম। দলীয় ১০৫ রানে অ্যান্ডারসন ফিলিপসের বলে এলবিডব্লিউয়ের ফাদে পড়ে ব্যাক্তিগত ২৩ রানে প্যাভিলিয়নে ফেরেন বিজয়। মূলত, আম্পায়ারস কলেই নিজের উইকেট বিলিয়ে দিতে হয় বিজয়কে।

[ ফেরাটা সুখকর হলো না বিজয়ের ]
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ইনিংসে, দলীয় ২২ রানের মাথায় মাহমুদুল হাসান জয় আউট হলে মাঠে নামেন বিজয়। বিজয়ের সমর্থকেরা আরেকবার আশায় বুক বাধেন। তবে, এবারও নিজের সমর্থকদের আক্ষেপে পুড়িয়ে গেলেন বিজয়। কেমার রোচের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিজয়। রিপ্লেতে দেখা যায়, এবারও আম্পায়ারস কলেই নিজের উইকেট বিসর্জন দিতে হলো বিজয়কে।
এখন, দেখার বিষয় রঙিন জার্সির ক্রিকেটে নিজেকে কিভাবে মেলে ধরতে পারেন বিজয়।
আরও পড়ুন:
- মুমিনুল হক উইকিপিডিয়া [ Mominul Haque Wikipedia]
- ক্রিকেট গুরুকুলের আপডেট
- স্পোর্টস গুরুকুলের আপডেট
- শচীন তেন্ডুলকর [ Sachin Tendulkar ] রেকর্ড মোড়ানো মাস্টার ব্লাস্টার !!!
- টাটেন্ডা টাইবুঃ ক্রিকেটের এক অনন্ত আক্ষেপ
- মাইকেল বেভানঃ দ্য ফাইটার