মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখোমুখি লড়াই। সেখানে ঢাকা বিভাগ যেন ব্যাট হাতে রান–ঝড় বইয়ে দিয়েছে। প্রথম দিন ২ উইকেটে ৩৫৬ রান করা দলটি আজ দ্বিতীয় দিন শেষে ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৫৪১ রানে। রানের পাহাড় তৈরি করেই থামেনি ঢাকা; বল হাতে নেমেও চট্টগ্রামকে ৯৪ রানেই ৬ উইকেটে নামিয়ে দিয়েছে। তাদের আক্রমণে চট্টগ্রামের শিরোপা–লক্ষ্য এখন কার্যত ধ্বংসস্তূপে।
দিনের শুরু ছিল ঢাকার ওপেনার আনিসুল ইসলামের স্বপ্ন নিয়ে। ১৮৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে এসে তিনি স্বপ্ন দেখছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি ছোঁয়ার। কিন্তু ইনিংস পুনরায় শুরু হতেই তিনি জাতীয় দলের পেসার হাসান মাহমুদের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। মাত্র তিন রান যোগ করেই থেমে যায় তাঁর দুর্দান্ত সেই যাত্রা। ব্যাটিং–অর্ডারে তিনি যে ছন্দে ছিলেন, তাতে ডাবল সেঞ্চুরি হাতছাড়া হওয়াটাই যেন ঢাকার ড্রেসিং রুমে একমাত্র আফসোস।
তৃতীয় উইকেট জুটিতে আনিসুলের সঙ্গে ২০৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়া মার্শাল আইয়ুবও দিনের শুরুতে টিকে থাকতে পারেননি। গতকাল সেঞ্চুরি তুলে নেওয়া এই অভিজ্ঞ ব্যাটার আজ ১৬৫ রানে সাজঘরে ফেরেন। হাসান মুরাদের বলে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলে ঢাকার বড় সংগ্রহের সম্ভাবনা কিছুটা কমে গেলেও ওপেনার আশিকুর রহমান সেটি নতুন করে উজ্জ্বল করেন।
আশিকুরের গল্পটাও নাটকীয়। গতকাল মাত্র ২৭ রানে ব্যাট করতে করতে তিনি হঠাৎ চোট পেয়ে মাঠ ছাড়েন। আজ ব্যাট হাতে ফিরে তিনি দারুণ দৃঢ়তায় সেঞ্চুরি পূর্ণ করেন। ১০০ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা হলে তিনিই হয়ে থাকেন ঢাকার ইনিংসের অন্যতম স্তম্ভ। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি।
ঢাকার ব্যাটিং ঝড়ের পর বোলাররাও পিছিয়ে থাকেননি। চট্টগ্রামের শুরুর ব্যাটিং ছিল এক কথায় দুঃস্বপ্ন। মাত্র ২৩ রানে প্রথম চার ব্যাটার ফিরে যান ঢাকার তিন পেসারের তোপে। এরপর ইয়াসির আলী ও ইরফান শুক্কুর ৬১ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই ব্যাটারকে ১০ বলের ব্যবধানে ফেরানোই চট্টগ্রামের ব্যাটিং পুরোপুরি ভেঙে দেয়। ঢাকার সুমন খান ৩ উইকেট, রিপন মণ্ডল ২ এবং সালাউদ্দিন শাকিল ১ উইকেট তুলে নেন।
অন্যদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনার ম্যাচেও শিরোপার লড়াই নতুন চিত্র তৈরি করেছে। বগুড়ায় সুমন আলীর বিধ্বংসী স্পেল রংপুরকে প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে দেয়। সিলেটে জাকির হাসানের সেঞ্চুরি সিলেটের ইনিংস বাঁচিয়ে আনে। ১৩০ রানে অপরাজিত থেকে দিন শেষ করার মাধ্যমে জাকির নিজের ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন।
সব মিলিয়ে ঢাকার রানের জোয়ার, সেঞ্চুরির বন্যা এবং বোলারদের আগুনে স্পেলের দিনে দেশের ঘরোয়া ক্রিকেট দেখল প্রায় একতরফা আধিপত্যের ঝলক।
![১৮৩ থেকে মাত্র ৩ রান! ডাবল সেঞ্চুরির স্বপ্ন ভাঙলেও ঢাকার রানের ঝড় থামল না 1 ১৮৩ থেকে মাত্র ৩ রান ডাবল সেঞ্চুরির স্বপ্ন ভাঙলেও ঢাকার রানের ঝড় থামল না Cricket Gurukul [ ক্রিকেট গুরুকুল ] GOLN](https://cricketgoln.com/wp-content/uploads/2025/12/১৮৩-থেকে-মাত্র-৩-রান-ডাবল-সেঞ্চুরির-স্বপ্ন-ভাঙলেও-ঢাকার-রানের-ঝড়-থামল-না.jpg)