বল হাতে সাকিবের সাফল্যে দল পেলো জয়

বল হাতে সাকিবের সাফল্যে দল পেলো জয় । কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে প্রথম ম্যাচে ছিলেন উইকেটশূন্য সাকিব আল হাসান।তবে দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুবার নাইটসের বিপক্ষে ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্সের এই অধিনায়ক। প্রথম ম্যাচের মতো এদিনও বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। টুর্নামেন্টে প্রথম জয়ও পেয়েছে বাংলা টাইগার্স।

বল হাতে সাকিবের সাফল্যে দল পেলো জয়

ব্রাম্পটনে ইফতিখার আহমেদের ফিফটিতে আগে ব্যাটিং করে সাকিবের দল তুলেছিল ৭ উইকেটে ১৫২ রান। সাকিব আর শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভার ব্যাটিং করেও ১৩০ রান তুলতে পারে ভ্যাঙ্কুবার নাইটস।

বল হাতে সাকিবের সাফল্যে দল পেলো জয়

 

প্রথম ম্যাচে ১৬ রানে ১ উইকেট নেওয়া শরীফুল কাল মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সাকিব অবশ্য কালও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচে ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব কাল নেমেছিলেন ৬ নম্বরে। রান পাননি, আউট হয়েছেন ২ রান করে। সন্দীপ লামিচানের বোলিংয়ে ইনিংসের ১১তম ওভারে এলবিডব্লিউ হন।

বল হাতে সাকিবের সাফল্যে দল পেলো জয়

নতুন বলে দলকে দারুণ শুরু এনে দেন শরীফুল। প্রথম ২ ওভারে মাত্র ২ রান দিয়ে নেন ১ উইকেট। আউট করেন আফগানিস্তানের মুনির আহমেদকে। সাকিবও আসেন পাওয়ার প্লেতে। ইনিংসের ষষ্ঠ ওভারে এসে উইকেটে না পেলেও রান দেন মাত্র ১।

অষ্টম ওভারে সাকিব পর পর দুই বলে রেজা হেনড্রিকস ও আসিফ আলীকে আউট করেন। প্রথম ২ ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট নেওয়া সাকিব আবার বোলিংয়ে আসেন ইনিংসের ১৪তম ওভারে। সে ওভারে উইকেট না পেলেও রান দেন মাত্র ৪।

 

বল হাতে সাকিবের সাফল্যে দল পেলো জয়

 

অধিনায়ক সাকিব আবার বোলিংয়ে আসেন ইনিংসের ১৮তম ওভারে। যখন ভ্যাঙ্কুবার নাইটসের জয়ের জন্য প্রয়োজন ৩ ওভারে ৪১ রান, উইকেটে ছিলেন অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। সেই ওভারে ২৯ রান করা প্রিটোরিয়াসকে ফিরিয়েই জয় অনেকটা নিশ্চিত করেন সাকিব।

Leave a Comment