২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত মোহাম্মদ নাঈম ২০২২ সালে প্রথম সেঞ্চুরি করেছিলেন। এবার নাঈম প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি সম্পন্ন করলেন। কক্সবাজার একাডেমি মাঠে রংপুর বিভাগের বিরুদ্ধে ১৬৩ বলে ১১১ রান করেন ময়মনসিংহ বিভাগের ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি সেঞ্চুরির মধ্যে শেষ তিনটি নাঈম রংপুরের বিপক্ষে অর্জন করেছেন।
নাঈমের সতীর্থ ওপেনার মাহফিজুল ইসলামও সেঞ্চুরি করেছেন। ২২৮ বলে ১২৭ রান করেন বাংলাদেশের বয়সভিত্তিক দলের সাবেক এই ক্রিকেটার। আট ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি মাহফিজুলের প্রথম সেঞ্চুরি।
উদ্বোধনী জুটিতে দুজন মিলিয়ে ২২০ রান তুলেন। উভয়েই আউট হন। তাদের দল ময়মনসিংহ ৮২ ওভারে ২ উইকেটে ২৮১ রান সংগ্রহ করে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শেষ করে।
কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিরুদ্ধে সেঞ্চুরি করেন চট্টগ্রাম বিভাগের ওপেনার সাদিকুর রহমান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি বাঁহাতি ব্যাটসম্যানের তৃতীয় সেঞ্চুরি। ১৭৪ বলে ৫ ছক্কায় ১২২ রান করেন সাদিকুর। ১৪৩ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তার সঙ্গে অপরাজিত ছিলেন মুমিনুল হক, ৮৪ রান করে। আলো কম থাকার কারণে দিনটি আগেভাগে শেষ হয় এবং চট্টগ্রাম ৭১ ওভারে ৪ উইকেটে ২৬০ রান তুলেছে। আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান (৩৫) ও ইয়াসির আলী (৮) আজ খুব অল্প রান করে আউট হন।
