নারী ওয়ানডে ক্রিকেট আজ এক নতুন বিশ্বচ্যাম্পিয়নের জন্ম দেবে। নারী বিশ্বকাপের ইতিহাসে এবার প্রথমবার অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে ছাড়া অনুষ্ঠিত হচ্ছে মেগা ফাইনাল। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি দাঁড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা শিরোপার লড়াইয়ে।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস সম্ভব হয়নি। মুম্বাইয়ে বৃষ্টি থামার পর ভারতের অধিনায়ক হারমনপ্রীত টস হেরেছেন। দক্ষিণ আফ্রিকা জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। খেলা বাংলাদেশ সময় সাড়ে ৫টায় শুরু হবে। যদি বৃষ্টি আবার বাধা না দেয়, খেলা সম্পূর্ণ ৫০ ওভারের হবে।
ফাইনালে দুই দলই তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। সেমিফাইনাল ও ফাইনালের জন্য অতিরিক্ত দুই ঘণ্টা সময় রাখা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার আগে খেলা শুরু হলে ওভার কমানো হবে না। কমপক্ষে ২০ ওভারের ম্যাচ শুরুর শেষ সময় রাত ৯.৩৮। তখনও খেলা শুরু না হলে ম্যাচ হবে রিজার্ভ ডেতে। আজ বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলে ম্যাচ কাল একই অবস্থান থেকে শুরু হবে।
দুই দলই নানা চড়াই-উতরাই পেরিয়ে ফাইনালে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে ৬৯ ও ৯৭ রানে অলআউট হওয়ার লজ্জা পেরিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারত গ্রুপ পর্বে শীর্ষ তিন দলের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা) কাছে হারলেও সেমিফাইনালে শক্তি দেখিয়েছে। সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটায়। একইভাবে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
