বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজকে কেন্দ্র করে আবারও ক্রিকেট ইতিহাসের চাকা বদলে যেতে পারে। কারণ, ২৩ বছর আগে যেমন বাংলাদেশকে দিয়েই অস্ট্রেলিয়ার ৮ম ও ৯ম টেস্ট ভেন্যুর অভিষেক হয়েছিল, এবারো একই পরিস্থিতি তৈরি হয়েছে। আলোচনায় এখন কুইন্সল্যান্ডের ম্যাকাই—যেখানে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা নামের আধুনিক ভেন্যুটি হতে পারে দেশের ১২তম টেস্ট স্টেডিয়াম।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানাচ্ছে—বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের একটি এখানে আয়োজনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
ম্যাকাইয়ের বিশেষ সুবিধা হলো—এটি অস্ট্রেলিয়ার উত্তর অংশে অবস্থিত। বছরজুড়ে উষ্ণ আবহাওয়া থাকায় শীতকালেও এখানে খেলা সম্ভব। টেস্ট ম্যাচ দীর্ঘ সময় চলে, তাই আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই ডারউইন, কেয়ার্নস ও টাউনসভিলও আলোচনায় রয়েছে।
অস্ট্রেলিয়ার ২০২৬–২৭ মৌসুম অত্যন্ত অস্বাভাবিকভাবে ছোট। মাত্র চারটি টেস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে এবং একটি বিশেষ টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে। গ্যাবা বাদ পড়ায় কুইন্সল্যান্ডের ক্রিকেটের চাপ আরও বেড়েছে। ফলে ম্যাকাইকে সামনে আনার রাজনৈতিক ও ক্রীড়া কূটনীতির শক্তি কাজ করেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানকার তিনটি ভেন্যুতে সাদা বল সিরিজে বিপুল দর্শক উপস্থিতি ক্রিকেট অস্ট্রেলিয়াকে উৎসাহিত করেছে। সেই সফলতা নতুন টেস্ট ভেন্যু নিশ্চিত করতে ভূমিকা রাখছে।
বাংলাদেশের জন্যও এটি একটি বড় সুযোগ। নতুন কন্ডিশন, নতুন মঞ্চ এবং বিশ্ব ক্রিকেটের নজর— সব মিলিয়ে সিরিজটি পাবে বিশেষ আকর্ষণ।
![ক্রিকেট ইতিহাস পুনরায় লিখছে অস্ট্রেলিয়া—বাংলাদেশকে দিয়েই নতুন টেস্ট ভেন্যুর অভিষেক! 1 ক্রিকেট ইতিহাস পুনরায় লিখছে অস্ট্রেলিয়া—বাংলাদেশকে দিয়েই নতুন টেস্ট ভেন্যুর অভিষেক Cricket Gurukul [ ক্রিকেট গুরুকুল ] GOLN](https://cricketgoln.com/wp-content/uploads/2025/12/ক্রিকেট-ইতিহাস-পুনরায়-লিখছে-অস্ট্রেলিয়া—বাংলাদেশকে-দিয়েই-নতুন-টেস্ট-ভেন্যুর-অভিষেক.jpg)