ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন

ইসলামের ছায়ায় বদলে গেছে: ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে অনেকেই পৃথিবীতে প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। বিশ্বে এমন কিছু ক্রিকেটার রয়েছেন, যারা ইসলামের সান্নিধ্যে নিজেকে আনায় তাদের জীবন বদলে গেছে।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন

১. সাইদ আনোয়ার :

সাঈদ আনোয়ারকে শুধু পাকিস্তান নয়, বিশ্ব ক্রিকেটে বাঁহাতি ব্যাটসম্যানদের আদর্শ ভাবা হয়। মেয়ের মৃ’ত্যুর পর শো’কে মু’হ্যমান এই এই ক্রিকেটার জীবনে প্রথমবার ধর্মের পথে শান্তির সন্ধান পেয়েছিলেন। তার পর থেকেই তাবলিগে জামাতের মাধ্যমে ইসলামের প্রচার-প্রসারে কাজ শুরু করেন। টঙ্গীর বিশ্ব ইজতেমায় প্রতিবছরই নিয়ম করে হাজির হন এই আইডল ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেটে বর্তমানে নামাজ পড়া, দাড়ি রাখার যে প্রবণতা দেখা যায়, সেটার সূচনাও করেছিলেন তিনি।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
সাইদ আনোয়ার
এখন অনেক ক্রিকেটার তাকে অনুসরণ করছেন। ইউসুফ ইউহানার মোহাম্মদ ইউসুফ হওয়ার কাজটি সাঈদ আনোয়ারই করেছিলেন। বাঁহাতি এই ব্যাটসম্যান কিন্তু ক্রিকেট ছাড়ার আগে অনেক রেকর্ড গড়েছিলেন। বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তিনি ছিলেন দলের স্তম্ভ। তিনি ক্রিজে থাকা মানে দলের এগিয়ে যাওয়া নিশ্চিত হওয়া। একাই খেলার মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখতেন।
ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
মোহাম্মদ ইউসুফ

২. মুহাম্মদ ইউসুফ :

বোলারদের মু’খোমু’খি দাঁড়িয়ে কোনও ছা’ড় দেয়নি তার ব্যাট। যদিও পাকিস্তানের সবচেয়ে ভদ্র ও বিনয়ী ক্রিকেটার বলা হয় তাকে। খ্রিষ্ট ধর্মাবলম্বী ইউসুফ ইউহানা একসময় ইসলাম ধর্ম গ্রহণের পর ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেছেন। অবসর নেয়ার পর থেকে সক্রি’য়ভাবে ধর্মপ্রচারের কাজে যুক্ত আছেন।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
হাশিম আমলা

৩. হাশিম আমলা : 

তার মুখের সদা মৃদ্যু হাসিটা যেন ক্রিকেট বিশ্বের চোখে লেগে থাকে। আউট হলেও এতটুকু রেগে যান না। হেরে গেলেও না। হালের ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলা। তাকে বলা হয় প্রোটিয়াদের রানমেশিন। তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান। কখনো রমজান মাসে খেলতে হলে রোজা রেখেই মাঠে নামেন তিনি। শুধুমাত্র ধর্মীয় বিধি-নিষে’ধের কারণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান স্পন্সর ‘ক্যা’সেল’ (মা’দক উৎপাদনকারী প্রতিষ্ঠান) কোম্পানির লোগো গায়ে টি-শার্ট পরেন না।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
ইনজামাম উল হক

৪. ইনজামাম-উল-হক : 

পাকিস্তান ক্রিকেটে তাকে বলা হয় ‘খুঁ’টি ব্যাটসম্যান’। একবার সেট হলে যার সামনে বা’ঘা বা’ঘা বোলাররাও হার মানতো। মুলতানের সুলতান খ্যাত পাকিস্তান ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটসম্যান এখন তাবলিগ জামাতের সক্রিয় সদস্য হিসেবে ইসলাম প্রচারে রত।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
মঈন আলী

৫. মইন আলী :

বর্তমান ইংলিশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার মইন আলীর পারফরমেন্স চোখে পড়ার মতো। সম্প্রতি ইসলাম ধর্মের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি আমার দাঁড়িকে ইসলামের পরিচয় হিসেবে দেখি, আর ধর্ম আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআন আমার জীবনবিধান।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
আদিল রশীদ

৬. আদিল রশিদ :

পাকিস্তানি বংশোদ্ভুত আদিল রাশিদ ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলছেন বেশ কিছুদিন ধরে। দলে স্থান লাভ ও অভিষেক হওয়ার পর তেমন কঠো’র ইসলাম পালনকারী না হলেও সম্প্রতি ইসলামিক নিয়ম-কানুন মেনে নিজের জীবন পরিবর্তন করে নিয়েছেন। কোরআন তার জীবন পা’ল্টে দিয়েছে বলে মনে করেন তিনি।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
মুশতাক আহমেদ

৭. মুশতাক আহমেদ :

পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা বোলার মুশতাক আহমেদ। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর পেশা হিসেবে কোচিং ও ইসলামিক ধ্যান-ধারণায় মনোনিবেশ করেছেন। তার ধারণা ইসলাম এবং ক্রিকেট তার জীবনকে বদ’লে দিয়েছে। সুতরাং ইসলামের অনুসরণ ভীষণ জরুরি।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
সাকলাইন মুশতাক

৮. সাকলাইন মুশতাক :

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর পাকিস্তানী এই গ্রেট তাবলিগের কাজে মনোনিবেশ করেছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অফ স্পিনারের দাওয়াতে পাকিস্তানের উঠতি অনেক ক্রিকেটারের জীবন বদলে গেছে। তাদের মাঝে নৈতিকতাবোধ সৃষ্টিতে তিনি বিশেষ ভূমিকা রাখছেন।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
ইমরান তাহির

৯. ইমরান তাহির :

বর্তমান ক্রিকেট দুনিয়ার ইমরান তাহিরকে স্পিন জাদুকর বলা যেতে পারে। পাকিস্তানী বংশো’দ্ভূত দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে ধর্মাচারে উদ্ধু’ব্ধ করেছেন সতীর্থ হাশিম আমলা। নিজেকে কঠো’রভাবে ইসলাম ধর্মের দিকে মনোনিবেশ করার কারণে ব্যক্তিগত ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে বলেও মনে করেন তাহির।

ইসলামের ছায়ায় বদলে গেছে যেসব ক্রিকেটারের জীবন
সোহরাওয়ার্দী শুভ

১০. সোহরাওয়ার্দী শুভ :

বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। সম্প্রতি দলের জাতীয় দলে সুযোগ না পেলেও বিভিন্ন দলের হয়ে খেলে যাচ্ছেন। তিনি নিয়মিত কোরআনে কারিম তেলাওয়াত করেন ও নামাজ আদায় পড়েন।

তাবলিগের কাজেও সক্রিয় এই টাইগার তারকা।

টাইগার ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, রুবেল হোসেন ও ইমরুল কায়েসরাও যথাসম্ভব ধর্মীয় রীতিনীতি মেনে চলেন।

আরও পড়ুন:

Leave a Comment