নিউজিল্যান্ডের বিপক্ষে হেসে খেলে জয় পেলো ভারত। বিশ্বকাপে সবদিক থেকেই ফেভারিট হিসেবে অংশ নিয়েছে স্বাগতিক ভারত। মাঠে তার যোগ্য প্রমাণও দিয়েছে রোহিত- কোহলিরা। যার ফলে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। সবশেষ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে রোহিতের দল।
রোববার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে ভারতকে ২৭৪ রানে লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটের সহজ জয় পায় ভারত। পাঁচ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছে মোহম্মদ শামি।
নিউজিল্যান্ডের বিপক্ষে হেসে খেলে জয় পেলো ভারত
জাবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রোহিত। ২৬ রানে আউট হন আরেক ওপেনার গিল। তবে শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। আইয়ার ৩৩ রানে আউট হলে, ২৭ রান করে তাকে সঙ্গ দেন লোকেশ রাহুল।
কিন্তু অপর প্রান্তে থিতু হন অভিজ্ঞ কোহলি। তাকে যোগ্য সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। ১০৪ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে কোহলি আউট হলে ততক্ষণে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শেষ দিকে ৪৪ বলে জাদেজার ৩৯ রানে ভর করে ১২ বল ও ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। দলীয় ৯ রানে ডাক আউট হয়ে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে। সিরাজের বলে দুর্দান্ত ক্যাচ নেন শ্রেয়াস আইয়ার। ১৭ রান করে উইল ইয়ং আউট হলে চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৩৪ রান।

তবে তৃতীয় উইকেটে রাচিন রাবিন্দ্রর সঙ্গে জুটি গড়েন ড্যারিল মিচেল। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে চাপ কাঁটিয়ে ওঠে নিউজিল্যান্ড। ৮৭ বলে ৭৫ রান করে রাচিন আউট হলেও, ১০০ বলে সেঞ্চুরি তুলে নেন মিচেল। ২৩ রান করে তাকে সঙ্গ দেন গ্লেন ফিলিপস।
শেষ দিকে মার্ক চ্যাপম্যান (৬), মিচেল স্যান্টনার (১), মার্ট হেনরি (০) রানে আউট হলেও, ড্যারিল মিচেলের দায়িত্বশীল ১৩০ রানের ইনিংসে ভর করে ২৭৩ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।
ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি । এছাড়াও কুলদ্বীপ যাদব দুটি, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরাহ একটি করে উইকেট নেন।
আরও দেখুনঃ