তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা ব্যাটসম্যান !
টেস্ট ক্রিকেটের পথ চলা প্রায় দেড়শো বছর আগে অর্থাৎ ১৮৭৭ থেকে। ওয়ানডে ক্রিকেটের জন্ম ১৯৭১ সালে। বছরের হিসেবে অর্ধশতক পূর্ণ করলো ওয়ানডে ক্রিকেট৷ ২০০৫ সালে যাত্রা শুরু হয় টি টোয়েন্টি ক্রিকেটের। দেখতে দেখতে পার হয়ে গেলো ১৬ বছর, আরেকটু সহজ করে প্রায় দেড় যুগ বললেও মন্দ হবেনা।
ক্রিকেটে একটি ইনিংসে ব্যাটসম্যানদের জন্য সেঞ্চুরি করা যেমন সম্মানজনক অর্জন তেমনি বোলারদের জন্য সেটা ইনিংসে ৫ উইকেট। এই জায়গায় অজি ব্যাটসম্যান চার্লস ব্যানারম্যান এর নামটা স্মরণীয় হয়ে থাকবে সব সময়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান যে তিনি, তাই তিনি থাকবেন অনন্য।
১৮৭৭ সালের মার্চে ইতিহাসের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি৷ সেই থেকে শুরু৷ প্রায় প্রতি ম্যাচেই একাধিক ব্যাটসম্যান এমন কীর্তি গড়ে থাকেন। তবে টেস্ট ক্রিকেটে মাঝেমাঝে সংখ্যাটা এর বেশীও হয়। আবার টি টোয়েন্টি ক্রিকেটে যেটি অনেকটা কঠিন, প্রায় সব ম্যাচেই অহরহ ঘটতে দেখা যায় না। খুব বেশী ব্যাটসম্যান টি টোয়েন্টি তে এই কীর্তি গড়তে পারেননি।
আবার কয়েকজন ক্রিকেটার আছেন যাদের আছে একই সাথে ক্রিকেটের তিন ফরম্যাটের সব গুলোতেই সেঞ্চুরি কীর্তি। ক্রিস গেইল থেকে কেভিন ও ব্রায়েন এখন পর্যন্ত এমন রেকর্ডে নাম লেখতে পেরেছেন মাত্র ১৪ জন ব্যাটসম্যান।
ক্রিস গেইল: এই তালিকার প্রথম নামটি এই ক্যারিবীয় ব্যাটিং দানবের৷ দুনিয়া জুড়ে টি টোয়েন্টি ক্রিকেটে ধুম ধাড়াক্কা চার ছক্কা হাঁকানোর জন্য যেমন নাম ডাক আছে তেমনি টেস্ট ক্রিকেটে ২ টি ট্রিপল সেঞ্চুরির শর্ট লিস্টেও নাম আছে এই ব্যাটসম্যানের।
টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে তে প্রথম সেঞ্চুরি করেন একই বছর কেনিয়ার বিপক্ষে। আর টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি আসে ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে৷
মাত্র ৪ টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেই এই কীর্তি গড়েন গেইল। গেইলের টেস্ট সেঞ্চুরি ১৫ টি, ওয়ানডে সেঞ্চুরি ২৫ টি, আর আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি ২ টি৷
তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা ব্যাটসম্যান !
ব্রেন্ডন ম্যাককালাম:
মাহেলা জয়াবর্ধনে:
আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি করেন ২০১০ টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে বিপক্ষে। টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আর ওয়ানডে তে প্রথম সেঞ্চুরি ১৯৯৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট সেঞ্চুরি ৫৪ টি, যার ৩৪ টি সাদা পোশাকের ক্রিকেটে, ১৯ টি রঙিন পোশাকের ৫০ ওভারের ম্যাচে আর ১ টি, শর্টার ভার্সনের ক্রিকেটে।
সুরেশ রায়না:
তিলকারত্নে দিলশান:
প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন ২০০৬ সালে নেদারল্যান্ডস এর বিপক্ষে। আর আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি করেন বিপক্ষে ২০১১ সালে, অষ্ট্রেলিয়া বিপক্ষে।
মার্টিন গাপটিল:
২০০৯ সালে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট সেঞ্চুরি করেন বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে৷ আর আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১২ সালে৷
আহমেদ শেহজাদ:
আহমেদ শেহজাদ প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ২০১৪ তে শ্রীলঙ্কার বিপক্ষে৷ প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন ২০১১ তে নিউজিল্যান্ডের বিপক্ষে৷ আর আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি করেন বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালে, টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে।
ফাফ ডু প্লেসিস:
![তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা ব্যাটসম্যান ! 8 ফাফ দু প্লেসিস [ ইংরেজি Faf du Plessis ] পুরো নাম ফ্রাঙ্কোইজ "ফাফ" দু প্লেসিস [ ইংরেজি: Francois "Faf" du Plessis ] ১৩ জুলাই, ১৯৮৪ সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার।](https://cricketgoln.com/wp-content/uploads/2021/10/ফাফ-দু-প্লেসিস-Faf-du-Plessis-150x150.jpg)
ফাফ দু প্লেসিস [ ইংরেজি Faf du Plessis ] পুরো নাম ফ্রাঙ্কোইজ “ফাফ” দু প্লেসিস [ ইংরেজি: Francois “Faf” du Plessis ] ১৩ জুলাই, ১৯৮৪ সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার।
এই প্রোটিয়া ব্যাটসম্যান প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ২০১২ সালে অজিদের বিপক্ষে৷ একই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম ওয়ানডে সেঞ্চুরি ২০১৪ সালে৷ আর আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালে৷
রোহিত শার্মা:

বলা হয়ে থাকে বর্তমান সময়ের তিন ফরম্যাটের সব গুলোতেই অন্যতম সেরা ব্যাটসম্যান। ওয়ানডে তে ৩ বার ডাবল সেঞ্চুরি, টি টোয়েন্টি তে দ্রুততম সেঞ্চুরি, টেস্ট চ্যাম্পিয়নশীপে রানের ফুলঝুরি তারই প্রমাণ দেয়৷ এই লিস্টে অনেক আগেই প্রবেশ করেছেন তিনি৷ প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৩ সালে৷ প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১০ সালে৷ আর আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে৷
শেন ওয়াটসন:

সাবেক এই অজি ওপেনার – অলরাউন্ডার প্রথম টেস্ট সেঞ্চুরি করেন পাকিস্তানের বিপক্ষে ২০০৯ সালে৷ প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৮ সালে৷ আর আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি করেন ভারতের বিপক্ষে ২০১৬ সালে৷
তামিম ইকবাল:

বাংলাদেশী এই ড্যাশিং ওপেনার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একমাত্র সেঞ্চুরিয়ান। তাই একমাত্র বাংলাদেশী হিসেবে এই লিস্টে তার নাম। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে। সে ম্যাচে করেন ১২৯ রান৷ ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ক্যারিবীয় দ্বীপে ২০০৯ সালে৷
সে ইনিংসে করেন ১২৮ রান৷ আর ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি করেন ২০১৬ তে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। তামিমের ক্যারিয়ারের মোট সেঞ্চুরি ২৪ টি। যার ৯ টি টেস্টে, ১৪ টি ওয়ানডে তে আর ১ টি আন্তর্জাতিক টি টোয়েন্টি তে৷
লোকেশ রাহুল:

এই লিস্টে ভারতের জয়জয়কার। ২০১৬ তে নাম লেখান ওপেনার লোকেশ রাহুল। প্রথম টেস্ট সেঞ্চুরি করেন অষ্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ সালে৷ প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে৷ আর আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি করেন বিপক্ষে ২০১৬ সালে৷ সময় কিংবা ম্যাচের হিসেবে সবচাইতে দ্রুত সময়ে এই তালিকায় তালিকাভুক্ত হয়েছেন তিনি।
গ্লেন ম্যাক্সওয়েল:

মারকুটে এই ব্যাটসম্যান প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৫ সালে৷ একই প্রতিপক্ষের বিরুদ্ধেই আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন ২০১৬ তে, সেটি আবার ইনিংস ওপেন করতে নেমে। কারণ সাধারণত শেষের দিকে ক্যামিও খেলাই তার আসল কাজ। আর টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন ভারতের বিপক্ষে ২০১৭ সালে৷
কেভিন ও ব্রায়েন:

এই তালিকার এক মাত্র আইরিশ ব্যাটসম্যান এবং সর্বশেষ সংযোজন কেভিন ও ব্রায়েন। প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালে৷ প্রথম টেস্ট সেঞ্চুরি করেন পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালে, দেশের অভিষেক টেস্টেই৷ আর আন্তর্জাতিক টি টোয়েন্টি তে প্রথম সেঞ্চুরি করেন ২০১৯ সালে হংকং এর বিপক্ষে।
লেখকঃ ইশতিয়াক শাওন