শিরোপা জয়ের আনন্দে ভাসছে ভারতীয় দল। পুরস্কার বিতরণী পর্ব শেষে ট্রফির ঐতিহ্যবাহী সাদা জ্যাকেট পরে উচ্ছ্বাসে মেতেছেন কোহলি, রোহিত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলরা। পিচের ওপর ট্রফি রেখে তোলা হয়েছে স্মরণীয় সব ছবি, যেখানে পুরো দলই অংশ নিয়েছে উদযাপনে।
ফাইনালের সেরা রোহিত, আসরের সেরা রাচিন
ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পুরো টুর্নামেন্টে ২৬৩ রান ও ৩ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। রোহিত বলেছেন, “পুরো টুর্নামেন্টেই আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি, তাই শিরোপা জয় আমাদের জন্য বিশেষ কিছু।” অন্যদিকে রাচিন একে “অম্ল-মধুর অভিজ্ঞতা” বলে বর্ণনা করেছেন।
চ্যাম্পিয়নস ট্রফির নতুন রাজা ভারত
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। দুবাইয়ের ফাইনালে ২৫২ রানের লক্ষ্য তাড়া করে ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল, যিনি ৩৪ রানে অপরাজিত ছিলেন।
শেষ মুহূর্তের উত্তেজনা
ভারত ৪৫ ওভারে ২২৭/৫—শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৩২ রান। চাপের মুখে জয়ের দিকে দলকে এগিয়ে নেন রাহুল ও হার্দিক পান্ডিয়া। তবে ১৮ রান করে পান্ডিয়া বিদায় নিলে নতুন করে উত্তেজনা ছড়ায় ম্যাচে।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো
- রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ের পর ২৬তম ওভারে রাচিন রবীন্দ্রর বলে স্টাম্পিং হয়ে ফেরেন তিনি।
- মাত্র ১ রান করেই ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হন কোহলি, যা ভারতীয় শিবিরে কিছুটা চাপ তৈরি করেছিল।
- শ্রেয়াস আইয়ার ৪৮ রান করলেও স্যান্টনারের বলে ক্যাচ দিয়ে ফেরেন।
- শেষ দিকে রাহুলের দৃঢ় ব্যাটিং নিশ্চিত করে ভারতের জয়।
শিরোপা উৎসব ও প্রতিক্রিয়া
জয়সূচক রান আসতেই দুবাই স্টেডিয়ামজুড়ে ভারতীয় সমর্থকদের উল্লাস। স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে নীল জার্সির জোয়ার। হার্দিক পান্ডিয়া বলেন, “আইসিসি ট্রফি জয় সব সময়ই আনন্দের। ২০১৭ সালে ব্যর্থ হয়েছিলাম, এবার পারলাম।” কোহলি বলেন, “এই অনুভূতি অসাধারণ। তরুণদের সঙ্গে খেলতে পারা ছিল দারুণ অভিজ্ঞতা। তারা ভারতকে সামনে এগিয়ে নিচ্ছে।”
ভারতের এই শিরোপা জয় শুধু একটি ট্রফির অর্জন নয়, এটি প্রমাণ যে দলটি কঠিন সময় পেরিয়ে আবারও বিশ্বসেরার মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।