ভারতকে ২৫২ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস): আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে ভারতকে জয়ের জন্য ২৫২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করেছে, যাদের মধ্যে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল হাফ-সেঞ্চুরি করেছেন। মিচেল ৬৩ রানে আউট হলেও, ব্রেসওয়েল ৫৩ রানে অপরাজিত থাকেন।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ৪৭ বলে ৫৭ রানের ভালো সূচনা এনে দেন দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। তবে ১৫ রানে এলবিডব্লিউ হয়ে ইয়ং ফিরে গেলে ভারত প্রথম সাফল্য পায়, যা স্পিনার বরুণ চক্রবর্তী অর্জন করেন।

একটু পরই দু’বার জীবন পাওয়া রাচিনও ফিরে যান। মারমুখী ব্যাটিংয়ে ৪টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৩৭ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হন রাচিন। এরপর, কুলদীপ উইলিয়ামসনকে ১১ রানে থামিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে।

দ্বিতীয় উইকেটের পতনের পর, ড্যারিল মিচেল ও টম ল্যাথাম ধীরলয়ে খেলে নিউজিল্যান্ডের স্কোর ১০০ পার করেন। তবে, ল্যাথামকে রবীন্দ্র জাদেজা এলবিডব্লিউ আউট করেন, ফলে দলীয় স্কোরে ৩ উইকেটে ৭৫ রান হয়ে যায়।

নিউজিল্যান্ডের ইনিংসে আরও এক সফল জুটি গড়েন মিচেল ও গ্লেন ফিলিপস। ৮৭ বলের পার্টনারশিপে তারা ৫৭ রান যোগ করেন, এর পর ফিলিপস বরুণ চক্রবর্তী দ্বারা আউট হন।

এছাড়া, মিচেল ও ব্রেসওয়েল মিলিয়ে শেষ পর্যন্ত ২৫১ রানে পৌঁছাতে সক্ষম হন। মিচেল ১০১ বলে ৬৩ রান করেন, যখন ব্রেসওয়েল ৩৯ বলে ৫৩ রান করেন, যার মধ্যে ৩টি চার ও ২টি ছক্কা ছিল।

ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন, আর সামি ও জাদেজা ১টি করে উইকেট শিকার করেন।

Leave a Comment