বেটিং কোম্পানির বিজ্ঞাপনে ম্যাককালাম | সারা সপ্তাহের খবর

বেটিং কোম্পানির বিজ্ঞাপনে ম্যাককালাম -খবর দিয়ে শুরু করছি ক্রিকেট গুরুকুল এর নিউজ আপডেট। সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

বেটিং কোম্পানির বিজ্ঞাপনে ম্যাককালাম

 

বেটিং কোম্পানির বিজ্ঞাপনে ম্যাককালাম | সারা সপ্তাহের খবর

 

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে একটি অনলাইন বেটিং সাইটে নিবন্ধিত হতে বলছেন। নিউজিল্যান্ডের আইনে অনলাইন বেটিং অবৈধ। সাবেক অধিনায়কের বিজ্ঞাপনটি নিয়ে তাই বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মধ্যে। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় সরকারি কর্তৃপক্ষের কাছেও। নিউজিল্যান্ডের অভ্যন্তরে আপত্তি ওঠায় শেষ পর্যন্ত ম্যাককালামের বেটিংয়ের বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে ইউটিউব।

সুপার লিগে মোহামেডান

মেহামেডান এবার হাঁফ ছাড়তে পারে! লিগের প্রথম পাঁচ ম্যাচে যে দল একটিও জয় পায়নি, শাইনপুকুরকে ৫২ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে তারা। এ জয়ে সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে মোহামেডানের। দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স হেরে যাওয়ায় সাকিব আল হাসানরা এখন পাঁচে উঠে এসেছেন।

একাদশে লিটনের সুযোগ দেখছেন না শেবাগ

লিটন দাস, রহমানউল্লাহ গুরবাজ, নাকি জেসন রয়—ওপেনার হিসেবে কাকে খেলাবে কলকাতা নাইট রাইডার্স? এ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। তবে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ আগেভাগেই জানিয়ে দিয়েছেন, কলকাতা দলে এ মুহূর্তে তিনি লিটনকে দেখছেন না। ভারতের আরেক সাবেক ক্রিকেটার রোহান গাভাস্কারের মতও এমন।

 

 

cricketgoln.com Google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আম্পায়ারদের সিদ্ধান্তে বিভ্রান্ত অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন একটা বিষয় কিছুতেই বুঝতে পারছেন না। গত রাতে তাঁর দল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় হঠাৎ করেই আম্পায়ার বল বদলে দেন—এটা কেন করলেন আম্পায়ার, সেটিই বুঝতে অক্ষম ভারতীয় অফ স্পিনার। একই সঙ্গে জানিয়েছেন এবারের আইপিএলে আম্পায়ারদের কিছু কিছু সিদ্ধান্ত তাঁকে বেশ বিভ্রান্ত করছে। 

ধোনির ব্যাটিং লাইভ স্ট্রিমিংয়ে দেখেছে ২ কোটি ২০ লাখ দর্শক

আইপিএলে কাল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। রোমাঞ্চকর ম্যাচটি চেন্নাই ৩ রানে হারলেও ধোনির সমর্থকেরা কিন্তু ‘জিও সিনেমা’য় মুখ গুঁজে রেখেছিলেন। আইপিএলের এই অফিশিয়াল লাইভ স্ট্রিমিং প্লাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, কাল চেন্নাইয়ের ইনিংসে শেষ ওভারে জিও সিনেমায় ধোনির ব্যাটিং দেখেছেন দুই কোটির বেশি দর্শক।

আইসিসির মাসসেরা সাকিব

 

সাকিব আল হাসানঃ মিস্টার মাস্টার মাইন্ড

 

মার্চ মাসের জন্য আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। সাকিব ‘শক্ত প্রতিদ্বন্দ্বিতায়’ পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে। মার্চ মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন রুয়ান্ডার ১৯ বছর বয়সী অলরাউন্ডার হেনরিয়েট ইশিময়ে। 

শাহরুখ খানের প্রিয় এখন রিংকু সিং

রোববার আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন কলকাতার বাঁহাতি ব্যাটসম্যান  রিংকু সিং । জয়ের জন্য শেষ ৫ বলে ২৮ রান দরকার ছিল কলকাতার। বাঁহাতি পেসার যশ দয়ালের ৫ বলে ৫ ছক্কা মেরে টি-টোয়েন্টি ইতিহাসেরই অবিস্মরণীয় এক গল্প লিখেছেন রিংকু। ছয় বলে ছয় ছক্কা ক্রিকেট কয়েকবারই দেখেছে। কিন্তু রান তাড়ায় শেষ ৫ বলে ৫ ছক্কা স্বীকৃত ক্রিকেটে এই প্রথম। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান রিংকুকে দিয়েছেন চমৎকার এক উপহার। নিজের জায়গায় ‘পাঠান’ বানিয়ে দিয়েছেন রিংকুকেই। 

আরও পড়ুনঃ

Leave a Comment