ইংলিশ পেসাররাও ফলো করছেন তাসকিনকে । সারা সপ্তাহের খবর

আমাদের আলোচ্য বিষয়ঃ ইংলিশ পেসাররাও ফলো করছেন তাসকিনকে

ক্রিকেট গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত

এই সপ্তাহের প্রধান খবরঃ

  • পাকিস্তানে খেলতে যাচ্ছেন বাংলাদেশি খেলোয়াড়
  • মাঠে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ
  • সিডন্স চান শুধুই চার-ছক্কা
  • টাইগারদের হারে কপাল পুড়ল নিউজিল্যান্ডের
  • ইংলিশ পেসাররাও ফলো করছেন তাসকিনকে
  • হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে টাইগাররা
  • ক্রিকেটে বাড়ছে রিভিও এর সুযোগ
  • প্রথম ওভারেই উইকেট হারালেন লিটন
  • লিটন-তামিমের উইকেট বিসর্জন, চাপে টাইগাররা
  • ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে শচীনের হৃদয়স্পর্শী পোষ্ট

ইংলিশ পেসাররাও ফলো করছেন তাসকিনকে

ইংলিশ পেসাররাও ফলো করছেন তাসকিনকে

পাকিস্তানে খেলতে যাচ্ছেন বাংলাদেশি খেলোয়াড়

এ বছরের সেপ্টেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উইমেন্স লিগ প্রদর্শনী ম্যাচগুলোর দলে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। পিসিবির এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। প্রদর্শনী ম্যাচের জন্য দুটি দল গঠন করেছে পিসিবি। দলগুলোর নাম অ্যামাজন ও সুপার উইমেন। দল দুটির স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। দুই দলে ৭টি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে। বাংলাদেশের জাহানারা আছেন সুপার উইমেন দলে।

মাঠে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

লিটন দাস আউট হয়ে যাওয়ার পর উইকেটে থিতু হতে পারলেন তামিম ইকবালও। বাংলাদেশ দলের অধিনায়কও আউট হলেন স্যাম কারানের বলে। ইনিংসের তৃতীয় এবং কারানের দ্বিতীয় ওভারের শেষ বলে জিমস ভিন্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল।

 

ইংলিশ পেসাররাও ফলো করছেন তাসকিনকে

 

সিডন্স চান শুধুই চার-ছক্কা

বিটাক মোড়ের টিকিট কাউন্টার ফাঁকা। কোনো ভিড় নেই। সকাল সকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেও ইংল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের কোনো আমেজ পাওয়া গেল না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামীকাল এই মাঠে গড়াবে।

সিডন্স নেটের ওপাশ থেকে বলছিলেন, ‘বাউন্ডারি কোথায় মারা যায় ভাব। মনে রাখবে, শুধু চার-ছক্কা। সুইপ, রিভার্স সুইপ, পুল শট খেল।’

টাইগারদের হারে কপাল পুড়ল নিউজিল্যান্ডের

বাংলাদেশ সফরে দুর্দান্ত ক্রিকেট খেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে জয় পায় ইংলিশরা। সিরিজ শুরুর আগে জস বাটলাররা ২১ ম্যাচে ১৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে ছিল। সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের হারিয়ে ভারতকে টপকে দুইয়ে উঠে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জস বাটলারের নেতৃত্বাধীন দলের জয়ে কপাল পুড়ে নিউজিল্যান্ডের। কিউইদের হটিয়ে এক লাফে শীর্ষস্থান দখল করে নেয় ইংরেজরা।

 

ইংলিশ পেসাররাও ফলো করছেন তাসকিনকে

 

ইংলিশ পেসাররাও ফলো করছেন তাসকিনকে

প্রথম ওয়ানডেতে ৯ ওভারে দিয়েছেন মাত্র ২৬ রান, উইকেট নিয়েছেন ১টি। দ্বিতীয় ওয়ানডেতে খরুচে (১০ ওভারে ৬৬) বোলিং করলেও বাংলাদেশ দলের হয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে পেসার তাসকিন আহমেদের বোলিংটা শুধু পরিসংখ্যান দিয়ে পুরোপুরি তুলে ধরা একটু কঠিনই। সিরিজ হারলেও বিভিন্ন পরিস্থিতিতে তাসকিনের মানিয়ে নেওয়ার দক্ষতা ছাপ ফেলেছে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের মধ্যেও। ইংল্যান্ড দলের ফাস্ট বোলার মার্ক উড সেটাই বললেন।

হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে টাইগাররা

হারলেই ধবল ধোলাই-এই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে তামিম-সাকিবরা। শক্তিশালী ইংল্যান্ড বধ করতে মরিয়া তারা। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ম্যাচটি ইংল্যান্ডের কাছে আনুষ্ঠানিকতা হলেও তামিমদের জন্য মর্যাদার লড়াই।

বাংলাদেশের একাদশে থাকছে, অধিনায়ক তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ক্রিকেটে বাড়ছে রিভিও এর সুযোগ

নতুন ব্যবস্থায় ‘ওয়াইড’ এবং ‘নো বল’ বিষয়ে আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন খেলোয়াড়েরা। প্রথম টি–টোয়েন্টি লিগ হিসেবে ওয়াইড ও নো–তে রিভিউ নেওয়ার ব্যবস্থা চালু করেছে ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)। এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া আইপিএলেও এ নিয়ে রিভিউয়ের ব্যবস্থা রাখা হচ্ছে।

 

ইংলিশ পেসাররাও ফলো করছেন তাসকিনকে

 

প্রথম ওভারেই উইকেট হারালেন লিটন

চট্টগ্রামের উইকেট শুকনো, শক্ত। ব্যাটিং বান্ধব। যে কারণে টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেন লিটন দাস। প্রথম ওভারেই স্যাম কারানের বলে খোঁচা দিতে যান লিটন। কিন্তু ব্যাটের প্রান্ত ছুঁয়ে বল গিয়ে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।

লিটন-তামিমের উইকেট বিসর্জন, চাপে টাইগাররা

১৮ বলের বেশি যেতে পারেনি ওপেনিং জুটি। চট্টগ্রামে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

স্যাম কারানের বল ক্যাচ দিয়ে লিটন তামিম দুজনই বিদায় নিয়েছেন। ৬ বলে এক চারে ১১ রানের বেশি করতে পারেননি তামিম। লিটন দাস ফেরত যান শূন্য রানে।

 

Google_news_logo

 

ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে শচীনের হৃদয়স্পর্শী পোষ্ট

গত বছর থাইল্যান্ডে বেড়াতে গিয়ে একটি রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয় শেন ওয়ার্নের। দিনটা ছিল ৪ মার্চ। লিজেন্ডারি স্পিনার পৃথিবীতে নেই এক বছর হয়ে গেলো। শনিবার তার প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে প্রয়াত কিংবদন্তিকে নিয়ে হৃদয়স্পর্শী পোস্ট দিলেন আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার। একটি পুরোনো ছবি পোস্ট দিয়ে টুইট করেছেন শচীন। সেখানে লেখা, ‘মাঠে আমাদের মধ্যে কিছু স্মরণীয় লড়াই হয়েছিল এবং অনেক স্মরণীয় মুহূর্তও। আমি শুধু তোমাকে একজন সেরা ক্রিকেটার হিসেবেই নয়, একজন চমৎকার বন্ধু হিসেবেও মিস করবো। আমি নিশ্চিত তোমার রসবোধ ও ক্যারিশমা দিয়ে স্বর্গকে আগের চেয়ে অনেক বেশি চিত্তাকর্ষক করে তুলেছো।’

আরও দেখুনঃ

Leave a Comment