Site icon Cricket Gurukul [ ক্রিকেট গুরুকুল ] GOLN

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেলেন সাইফউদ্দিন

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেলেন সাইফউদ্দিন। আগামী ২৫ জুলাই পর্দা উঠবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের। এই টুর্নামেন্টে যেন বাংলাদেশি ক্রিকেটারদের আধিপত্য। ইতোমধ্যেই এই লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। এবার ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন তিনি।

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেলেন সাইফউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে ফরচুন বরিশালের জার্সিতে দারুণ সময় পার করেছেন সাইফউদ্দিন। দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন এই পেস-অলরাউন্ডার। এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলেও ডাক পান তিনি। তবে সেই সিরিজে নির্বাচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন সাইফউদ্দিন। যার কারণে, টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। সেই সাইফউদ্দিন এবার ডাক পেলেন বিদেশি লিগে।

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেলেন মোহাম্মদ সাইফউদ্দিন

রিশাদের মতো সাইফউদ্দিনও প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন। মন্ট্রিয়াল টাইগার্সে সাইফউদ্দিনদের অধিনায়ক হিসেবে থাকবেন ক্রিস লিন। এছাড়া সাইফউদ্দিন সতীর্থ হিসেবে পাচ্ছে টম লাথাম, শেরফানে রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হকের মতো তারকা ক্রিকেটারদের।

আমাদের গুগল নিউজে ফলো করুন

অন্যদিকে রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। সতীর্থ হিসেবে পাবেন পাক পেসার শাহীন শাহ আফ্রিদি, ভ্যান ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো তারকারা। -কালের কণ্ঠ

 

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেলেন মোহাম্মদ সাইফউদ্দিন

 

আসন্ন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নতুন দলে খেলবেন সাকিব আল হাসান। আগের আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেললেও এবার টাইগার এই অলরাউন্ডার খেলবেন মিসিসাগা মিসিসিগা প্যান্থার্সে। ১১ আগস্ট শিরোপার লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

মোহাম্মদ সাইফউদ্দিন এর আর্ন্তজাতিক ক্যারিয়ার

এপ্রিল ২০১৭-এ, তার নাম উঠে বাংলাদেশ টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০) দলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে।তিনি তার টি২০ আন্তর্জাতিক অভিষেক করেন ৪ এপ্রিল, ২০১৭-এ।[৭] অক্টোবর ২০১৭-এ, তার নাম উঠে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) দলে তাদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে।১৫ই অক্টোবর ২০১৭-এ, তিনি কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই অভিষেক করেন।

আরও দেখুনঃ

Exit mobile version