ক্রিকেট ম্যাচের রেজাল্ট

আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিকেট ম্যাচের রেজাল্ট।

ক্রিকেট ম্যাচের রেজাল্ট

 

ক্রিকেট ম্যাচের  রেজাল্ট

 

২২ নং নিয়ম

অপর পক্ষের দুই (২) ইনিংসের মোট রান-সংখ্যা থেকে এক ইনিংসের বা দুই ইনিংসে বেশী রান করতে পারলে বেশী রানকারী দল জয়ী হয়েছে বলা যায়। একদিনের খেলায় এই ভাবে ফলাফল নির্ণয় করা না গেলে, প্রথম ইনিংসের ফলাফলের উপরই জয় পরাজয় নির্ভর করবে। জয় পরাজয় নির্ধারিত না হলে খেলাকে ‘ড্র’ ( অমীমাংসিত ) বলে গণ্য করা হয় ।

দ্রষ্টব্য

(ক) খেলার ফলাফল এবং স্কোরের রান-সংখ্যার শুদ্ধতার জন্য অধিনায়কদের সন্তুষ্ট থাকতে হবে।

(খ) খেলা শেষ হবার পর কোন দলকেই আর খেলতে দেওয়া হবে না। যদি সময় থাকে তাহ’লে এক দিনের খেলায় আম্পায়াররা প্রথম ইনিংসের খেলার উপর ফলাফল বিচার না করে খেলা চালাতে পারেন ।

(গ) খেলার ফলাফল রান দিয়ে কিংবা যে দল শেষে ব্যাট করবে, সেই দল, অপর দলের রান সংখ্যা অতিক্রম করার পর তাদের যে ক’টি উইকেট পড়তে বাকি থাকবে, সে ক’টি উইকেটে অপর দল
পরাজিত হয়েছে বলা হয় ।

(ঘ) খেলার শেষে হুই দলের রান সংখ্যা (২) ইনিংস মিলিয়েই যদি সমান হয় তাহ’লেও খেলা ড্র ( অমীমাংসিত) বলা হয়। তবে এর বিশেষ নাম ‘টাই’। একদিনের খেলাতেও প্রথম ইনিংসের রান-সংখ্যা সমান সমান হলে খেলা ড্র বা ‘টাই’ হয়। কিন্তু যদি কিছু সময় থাকে, তাহ’লে আম্পায়ার এবং অধিনায়করা খেলার ফলাফলের জন্যে নিজেদের মধ্যে বাকী সময় ভাগ করে নিয়ে খেগতে পারেন।

 

cricketgoln.com Google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

বিশেষ মতামত

একদিনের খেলাতে সম্ভব হলে যাতে দু’ ইনিংস খেলা হয় তার দিকে আম্পায়াররা লক্ষ্য রাখবেন। বাকী সময় বা এই বিষয়ে কোন আলোচনা তাঁরা অধিনায়কদের সঙ্গে করবেন না । খেলা শেষ হবার পর স্কোরের ভুল বা অন্য কোন বিষয়ে মনোযোগ দেওয়া হবে না ।

অসম্পূর্ণ খেলা ‘টাই’ হতে পারে না। যদি ১নং দল ১ম ইনিংসে ১০০ ও ২য় ইনিংসে ২০০ রান করে আর ২নং দল ১ম ইনিংসে ২০০ ও ২য় ইনিংসে ৫ উইকেটে ১০০ রান করে তাহ’লে ম্যাচ শেষ হয়েছে বলা চলে এবং সেক্ষেত্রেও ‘টাই’ হতে পারে না ।

কোন দল জয়লাভ করার পর অর্থাৎ খেলা শেষ হয়ে যাবার পরও যদি খেলা চালানো হয়, দর্শকদের অনুরোধে বা অধিনায়কদের ইচ্ছায়, তাহ’লে সে খেলার ফলাফল আর রেকর্ড করা হবে না। যেমন কোন দল ৩ উইকেটে জয়লাভ করলো। কিন্তু খেলা তার পরেও চালানো হলো এবং জয়ী দল আরও দুটি উইকেট হারালো। তখনও কিন্তু দলটি ৩ উইকেটে জয়লাভ করেছে বলা হবে । কারণ শেষের দু’টি উইকেটের পতন আসল খেলার বাইরের ব্যাপার।

 

ক্রিকেট ম্যাচের  রেজাল্ট

 

ক্রিকেট খেলা দেখতে গেলে চোখে পড়ে একজন ব্যাট করছে কিন্তু বল করছে একজনের পর একজন। একজন এক ওভার বল করার পর আর একজন বল করছে। কেউই এক নাগাড়ে বল করছে না। কিন্তু বল শুনলে দেখা যাবে বোলাররা হয় ছ’টা না হয় তার হু’ একটা বল বেশী করছে। এক এক দফার এই বল করাকে ওভার বলে। এক ওভারের বল সংখ্যা অবশ্য সব দেশে সমান নয়। দেশের ক্রিকেট কর্তৃপক্ষ নিজেদের সুবিধেমত বল সংখ্যা ঠিক করেন।

আরও দেখুনঃ

Leave a Comment