আমরা ক্রিকেট গুরুকুল টিম এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই! গুরুকুল টিম আপনাদের জন্য শুরু করেছে নতুন উদ্যোগ ক্রিকেট গুরুকুল । ক্রিকেট গুরুকুল টি আমাদের স্পোর্টস গুরুকুলের একটি শাখা। আপনারা জানেন স্পোর্টস গুরুকুল, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের একটি উদ্যোগ। আমাদের স্পোর্টস গুরুকুলে সব আয়োজন নিয়মিত থাকছেই, তবে যেসব দর্শক-শ্রোতার আগ্রহ শুধুমাত্র ক্রিকেটে, তাদের জন্যই বিশেষ এই উদ্যোগটি।
বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটের ইতিহাস, নিয়ম কানুন, ফিচার ও নিয়মিত আপডেট নিয়ে থাকছি আপনার সাথে। আমাদের সাইটের বিষয়ে আপনার যেকোনো পরামর্শ আসরা সাদরে গ্রহণ করি। আমাদের সামাজিক নেটওয়ার্কের পাতা ও ফেসবুকের মাধ্যমে আপনার মতামত আমাদের জানাতে পারেন।
আমরা আছি আপনার সাথে …
বিনীত,
সৈয়দ আবিদ হোসাইন সামি
নির্বাহী সম্পাদক, ক্রিকেট গুরুকুল।
আরও দেখুন: